bdlive24

জেলখানার দাগী আসামির চরিত্রে মোশাররফ করিম

বুধবার আগস্ট ১৬, ২০১৭, ০১:৩৮ পিএম.


জেলখানার দাগী আসামির চরিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: বাংলাদেশে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কৌতুক অভিনয়ের জন্য তিনি অপ্রতিদ্বন্দ্বী। এক পর্বের নাটক এবং ধারাবাহিক – উভয় ক্ষেত্রেই তিনি শীর্ষ অভিনেতাদের অন্যতম। ক্যারিয়ারে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

তার অভিনীত সব চরিত্রই দর্শকদের কাছে সমান জনপ্রিয়। শারীরিক অঙ্গ-ভঙ্গি আর বিভিন্ন ভাষার প্রয়োগে চরিত্রগুলোকে তিনি যেভাবে ফুটিয়ে তোলেন সেটা স্বচ্ছ বিনোদনের বিরাট উৎসাহ।

এবার তিনি অভিনয় করলেন ডাকাত চরিত্রে, যেখানে তিনি দাগী আসামী। যার জন্য তাকে দেখা যাবে জেলের কয়েদী হিসেবে। নাটকের গল্পে দেখা যাবে এক ছাপোষা চাকুরে যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয় লঞ্চে। তারা একই কেবিনের যাত্রী। সহযাত্রী একসময়ের কুখ্যাত ডাকাত শুনে স্বাভাবিকভাবে যুবক আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে এককালের প্রতাপশালী জাদরেল ডাকাতের ভেতরে সে আবিস্কার করে জীবনের প্রতি দয়াবান এক দু:খী মানুষকে।

এমন গল্পে নাটকটি নির্মাণ করেছেন এল আর সোহেল, রচনা করেছেন শফিকুর রহমান। এর আগেও ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই নাটকটিতে মোশাররফের সহশিল্পী হিসেবে আছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ আরো অনেকে।


ঢাকা, আগস্ট ১৬(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.