bdlive24

ঈদে 'ওয়ানস' টেলিফিল্মে অপূর্ব-মম

শুক্রবার আগস্ট ১৮, ২০১৭, ১১:০৮ এএম.


ঈদে 'ওয়ানস' টেলিফিল্মে অপূর্ব-মম

বিডিলাইভ ডেস্ক: মম- অপূর্ব জুটি এবার ঈদে আসছেন একটি রোমান্টিক টেলেফিল্ম ‘ওয়ানস’ নিয়ে। গল্পে দেখা যাবে মফস্বলের সহজ-সরল মেয়ে অর্শি স্থানীয় মাস্তানদের হাতে নির্যাতিত হয়। বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শহরে তার বোনের বাসায় নিয়ে আসে। ফুপুর বাসায় থেকেই অর্শি পড়াশোনা করে।

এক সময় পরিচয় হয় শহরের অতি স্মার্ট ও সুদর্শন জারিফের সঙ্গে। জারিফ সহজ-সরল অর্শিকে স্বপ্ন দেখায়। এক পর্যায়ে জারিফের প্রেমে পড়ে অর্শি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

গত ঈদুল ফিতরে জাফরীন সাদিয়ার রচনায় ও রুবেল হাসানের পরিচালনায় ‘খুঁজি তোমায়’ নামে একটি নাটকের জনপ্রিয়তা ও দর্শকের চাহিদা দেখে এবার তারা নির্মাণ করেছেন টেলিফিল্মটি। এতে অর্শির চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম ও জারিফের চরিত্রে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব।

এবারের টেলিফিল্মটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বেশ রোমান্টিক একটি গল্প। দেখার সময় মনে হবে এটি প্রতিটি মানুষের জীবনেরই গল্প। এমন একটি গল্পে কাজ করতে পেরে সত্যিই দারুণ ভালো লাগছে। আর মমর সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও ভালো। এদিক থেকেও দর্শকরা ভালো কিছু পাবেন।’

আসছে ঈদুল আজহায় বাংলা টিভিতে প্রচার হবে টেলিফিল্মটি।


ঢাকা, আগস্ট ১৮(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.