bdlive24

বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ আসুসের

শুক্রবার আগস্ট ১৮, ২০১৭, ১২:৪৩ পিএম.


বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ আসুসের

বিডিলাইভ ডেস্ক: বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ আনলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। আরজি সিরিজের এই গেমিং ল্যাপটপটির মডেল আসুস আরজি জেফিরাস।

বর্তমানে এটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ রুপিতে।

আসুস দাবি করছে, ল্যাপটপটি বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। এতে আছে ইনটেল কোর আই ৭ কাবি লেক প্রসেসর।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটির এনভিডিয়া জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির ওজন মাত্র ৩ কেজি। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ল্যাপটপটিতে ইউএসবি টাইপ সি পোর্ট, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ, এইচডিএমআই, ওয়াইফাই এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

এছাড়া ভার্চুয়াল রিয়েলিটি সমর্থনযোগ্য এই ল্যাপটপটিতে ঠান্ডা রাখার জন্য এরো এক্সিলেরোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে গেম খেলার সময় এটি প্রসেসরকে ঠান্ডা রাখার পাশাপাশি বাতাস চলাচল নিশ্চিত করবে।


ঢাকা, আগস্ট ১৮(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.