bdlive24

চিরনিদ্রায় শায়িত হলেন নায়করাজ রাজ্জাক

বুধবার আগস্ট ২৩, ২০১৭, ১০:৫২ এএম.


চিরনিদ্রায় শায়িত হলেন নায়করাজ রাজ্জাক

বিডিলাইভ রিপোর্ট: চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের সম্রাট নায়করাজ রাজ্জাক। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নায়কের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি না পৌছানোয় গতকাল দাফন স্থগিত করা হয়েছিল।
 
গতকাল মঙ্গলবার এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে নায়করাজের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ যোহর জানাজা সম্পন্ন হয়। এরপর আসরের পর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জানানো হয়েছিল।
 
সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে নায়ক রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পরে সেখানে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল ১১টার পর এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, জয়া আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান।


ঢাকা, আগস্ট ২৩(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.