গানের ভিন্নতা নিয়ে হাজির হচ্ছেন সালমা
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০১৭
কাহহার সামি :
সংগীত জগতের জনপ্রিয় কন্ঠ শিল্পী সালমা। গানের মাধ্যমে দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছেন তিনি। এবার ভিন্ন ভাবে হাজির হচ্ছেন এ কণ্ঠশিল্পী। প্রথমবারের মতো গাইলেন হিপ হপ ধাঁচের ‘যাদু’ শিরোনামের গান।
‘তোরই চোখে যাদু আছে/ আমাকে নে টেনে কাছে…’- এমন কথার হিপ হপ গানে কণ্ঠ দিলেন শিল্পী সালমা। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি।
গান প্রসঙ্গে সালমা বলেন, ‘এই প্রথম হিপ হপ ধাঁচের একটি গান গাইলাম। গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
সালমার গাওয়া এই নতুন গানটি লিখেছেন সজীব শাহরিয়ার। জিয়া উদ্দিন আলমের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
আসছে ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে গানটি মুক্তি পাবে বলে জানা যায়।
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ৩২ বার পড়া হয়েছে