bdlive24

বন্যার্তদের সহায়তায় 'মনন সমাজ-সংস্কৃতি'র নাট্যোৎসব

শুক্রবার আগস্ট ২৫, ২০১৭, ১২:০০ এএম.


বন্যার্তদের সহায়তায় 'মনন সমাজ-সংস্কৃতি'র নাট্যোৎসব

বিডিলাইভ রিপোর্ট: দেশের বন্যাকবলিত এলাকার দুর্গতদের সহায়তায় 'মনন সমাজ-সংস্কৃতি'র নাট্যবিভাগ 'নাটবাঙলা নাট্যোৎসব'র আয়োজন করেছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১০ দিন ধরে চলবে এ নাট্যোৎসব।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের অাদ্যোপান্ত তুলে ধরেন নাটবাঙলার কার্যনির্বাহী ড. সেলিম মোজাহার।

নাট্যোৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, নাট্যতাত্ত্বিক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদের পরিকল্পনায় ও নির্দেশনায় নাট্য-প্রযোজনা 'রিজওয়ান' এর টানা ১৯টি প্রদর্শনী মঞ্চায়িত হবে। বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এ নাট্যোৎসবে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে 'নাটবাঙলা'।


ঢাকা, আগস্ট ২৫(বিডিলাইভ২৪)// আর কে
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.