bdlive24

হারিয়ে যাচ্ছে ৪০০ বছরের সুগন্ধি শিল্প!

শুক্রবার আগস্ট ২৫, ২০১৭, ০৪:১৩ পিএম.


হারিয়ে যাচ্ছে ৪০০ বছরের সুগন্ধি শিল্প!

বিডিলাইভ ডেস্ক: ভারতের কাননুজ শহরে সুগন্ধি উৎপাদনের বিখ্যাত সেই ৪০০ বছরের পুরনো শিল্পটি হারিয়ে যেতে বসেছে। কৃত্রিম সুগন্ধি এখন প্রাকৃতিক এই সুগন্ধির জায়গাটি দখল করে নিয়েছে। তাই অনেকেই মনে করছেন অচিরেই এই সুগন্ধিটি হারিয়ে যেতে পারে।

২০ বছর আগে উত্তর প্রদেশের কাননুজ শহরে ৭০০টি সুগন্ধি ভাঁটিখানা ছিল। এই ভাঁটিখানাগুলো তেল ভিত্তিক সুগন্ধি, আতর গোলাপ, জেসমিন এবং হেনা ফুল হতে বাষ্প পাতনের মাধ্যমে উৎপাদন করতো।

উৎপাদকদের দেওয়া তথ্যমতে, এগুলো তৈরিতে সময় এবং উপকরনের বেশি লাগতো। এক কেজি গোলাপের আতর তৈরি করতে চার টন পর্যন্ত গোলাপের প্রয়োজন হয়।

মুনা লাল এন্ড সন্স ভাঁটির তরুণ ব্যবস্থাপক ভব পাঠক জানান, আতরের চাহিদায় ভাঁটা পড়েছে।

তিনি আরো বলেন, আতর সাশ্রয়ী পণ্য নয়। এর উৎপাদন খরচ ব্যয়বহুল এবং খুব কম লোকই তা বোঝে। এমনকি কমজনই এর প্রশংসা করে।

উল্লেখ্য, এক সময় যে কোনো দর্শনার্থী এ শহর একবার ভ্রমণ করলে বুঝতে পারতেন শহরটির প্রধান শিল্প কি ছিল। কিন্ত সেসব দিন এখন অতীত।


ঢাকা, আগস্ট ২৫(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.