bdlive24

এখন তুমি কেমন আছো নাটকে তৌকীর-বিজরী

শনিবার আগস্ট ২৬, ২০১৭, ১১:৫৭ এএম.


এখন তুমি কেমন আছো নাটকে তৌকীর-বিজরী

বিডিলাইভ ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক ‘এখন তুমি কেমন আছো’। হরিশংকর জলদাসের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, জাকিয়া বারী মম, মাজনুন মিজান, নীলা ইস্রাফিল, মোহাম্মদ বারী প্রমুখ।

নাটকের গল্পটা শুরু, ২০ বছর পরে সাবেক প্রেমিকা বহ্নির কাছে ফোন করেছে তমোনাশ। কার ফোন প্রথমে বুঝতে না পেরে বহ্নি চিন্তিত। তমোনাশের সাথে বিশ্ববিদ্যালয় জীবনে বহ্নির প্রেম ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্কের পরিণতি পায় না। তমোনাশকে ভুল বোঝে বহ্নি। তারপর বিয়ের পিঁড়িতে বসে অনেকটা অভিমানের ভেতর দিয়ে।
 
চলতে থাকে তার দাম্পত্য জীবন। সন্তানের জননী হয় সে। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। বহ্নির মেয়ে দীপা বিশ্ববিদ্যালয়ে যায় এখন। দীপা যুগের সাথে তাল মিলিয়ে প্রেমের মায়ায় বন্দি হয় ভাব। আবেগ ভালোবাসার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে বহ্নির মেয়ে ও তার প্রেমিক দীপের সম্পর্ক। এরপর থকাকছে যত সব চমক।

এনটিভিতে ঈদের ষষ্ঠদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটকটি।


ঢাকা, আগস্ট ২৬(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.