bdlive24

আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

শনিবার আগস্ট ২৬, ২০১৭, ০৮:২৭ পিএম.


আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আবদুল জব্বার।

এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক।

আজ শনিবার বিকেলে দেবব্রত বণিক জানান, আবদুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না। দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও অকার্যকর হয়ে পড়ছে।

এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যেকোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে বলেছেন অধ্যাপক দেবব্রত বণিক।

আবদুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার জানান, ‘আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনোভাবেই উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল জব্বার কিডনি, হার্ট, প্রোস্টেট গ্রন্থিসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

এদিকে আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আইসিইউর সামনে অনেকেই এসে ভিড় করছেন।


ঢাকা, আগস্ট ২৬(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.