bdlive24

শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ

রবিবার আগস্ট ২৭, ২০১৭, ১২:১৬ পিএম.


শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ

সীতাকুণ্ড প্রতিনিধি: "জীবনের জন্য সাঁতার" এই শ্লোগানে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিস কর্তৃক শিশুদের সাঁতার শেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশু পড়াশোনার পাশাপাশি যেন তার নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করতে পারে, সেজন্য সাঁতার শেখার প্রতি তাদের উৎসাহিত করা হয়।

এ উপলক্ষে গতকাল শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাঁতার শেখার আয়োজন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া।

তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর হাড় বেড়ে গেছে। মৃত্যুর এই হার রোধ করতে শিশুদের সাঁতার শেখানোর কোন বিকল্প নেই। শিশুদের সাঁতার শেখানো নিশ্চিত করার জন্য সীতাকুণ্ডের সকল প্রাথমিক বিদ্যালয়কে লাইফ জ্যাকেট কেনার জন্য উদ্বুদ্ধ করেন তিনি।


ঢাকা, আগস্ট ২৭(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.