bdlive24

সিরীয় সীমান্তে আইএস বিরোধী অভিযান স্থগিত ঘোষণা

রবিবার আগস্ট ২৭, ২০১৭, ০৩:০৫ পিএম.


সিরীয় সীমান্তে আইএস বিরোধী অভিযান স্থগিত ঘোষণা

বিডিলাইভ ডেস্ক: লেবাননের সেনাবাহিনী সিরিয়ার পার্বত্য সীমান্তে আইএস বিরোধী অভিযানে বিরতি ঘোষণা করেছে। ২০১৪ সাল থেকে জিম্মি থাকা সৈন্যদের নিয়ে আলোচনার জন্যে রোববার অভিযানে একতরফা বিরতি ঘোষণা করে লেবানন বাহিনী। খবর এএফপি’র।

দেশটির সেনা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এই অস্ত্রবিরতি অপহৃত সৈন্যদের ভাগ্য নির্ধারণে শেষ দফার বৈঠকের সুযোগ তৈরি করবে।

লেবানন সীমান্ত সংলগ্ন আরশাল শহর দখলের পর ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের আগস্টে সৈন্যদের জিম্মি হিসেবে আটক করে। ধারণা করা হচ্ছে নয় সৈন্য এখনও আইএসের হাতে আটক রয়েছে।


ঢাকা, আগস্ট ২৭(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.