bdlive24

বাসেই প্রথম দেখা, ১৩ বছর পর সেই বাসেই বিয়ে!

সোমবার আগস্ট ২৮, ২০১৭, ০৩:০৭ পিএম.


বাসেই প্রথম দেখা, ১৩ বছর পর সেই বাসেই বিয়ে!

বিডিলাইভ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০০৪ সালে কারা মুলিনস এবং ওসভালদো ওজে জিমেনজ দু'জনের প্রথম দেখা একটি বাসে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় একে অপরকে। এরপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর।
 
এই তের বছরে দু’জন দু’জনকে ভালো করে জানা-শোনার পর এ বছরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন, তাও সেই বাসে! ১৩ বছর আগে ম্যানহাটনের এম১৪ লোকাল বাসে দেখা হওয়ার সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই দুই জনে সিদ্ধান্ত নেন ঐ বাসেই বিয়ের পর্ব সারবেন।
 
পরিকল্পনা অনুযায়ী অতিথিদের নিমন্ত্রণও জানানো হয় ঐ বাসের ঠিকানায়। অতিথিদের মধ্যে ৫০ জন বিয়েতে যোগ দিতে পেরেছিলেন। এছাড়া সাধারণ যাত্রীরাও হয়েছিলেন বিয়ের তৎক্ষণাৎ অতিথি।

কনে জেমেনজে বলেন, জীবনের পথে তোমাকে খুঁজে পেয়ে আমি ভীষণ খুশি। এর জবাবে বরের বক্তব্য, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি কিন্তু আর অপেক্ষা করতে চাই না। জীবনের বাকি সময়টা তোমার সঙ্গেই কাটাতে চাই।

মূলত কনে জিমেনজের মাথা থেকেই এসেছিল 'যে বাসে তাদের দেখা হয়েছে সেই বাসেই নতুন জীবন শুরু করবেন'।


ঢাকা, আগস্ট ২৮(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.