bdlive24

‘মাই ডিয়ার দাদাভাই' নাটকে নিশো-উর্মিলার প্রেম

বুধবার আগস্ট ৩০, ২০১৭, ১২:১৯ পিএম.


 ‘মাই ডিয়ার দাদাভাই' নাটকে নিশো-উর্মিলার প্রেম

বিডিলাইভ ডেস্ক: গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় নাটক ‘মাই ডিয়ার দাদাভাই’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আরফান নিশো, উর্মিলা প্রমুখ।

পুরোনো ঢাকার প্রথিযশা ব্যবসায়ী জুম্মান আলী। বাবা-মা মরা একমাত্র নাতি সালমানকে ঘিরেই তার সব। সালমান ছোট থাকতে প্রিয় বন্ধু চিটাগাং নিবাসী আক্কাস সওদাগরকে কথা দিয়েছিলেন জুম্মান তার নাতনিকে নিজের নাতবৌ করে আনবেন।

আজ সেই সময় হয়েছে। কিন্তু সালমানকে এই মেয়েকে বিয়ের কথা বলতেই সে বেঁকে বসে। নিজের প্রেমের কথা দাদাকে জানাতে পারে না সালমান। সে জানায়, নিজে পছন্দ না করে সে বিয়ে করবে না।

সালমানের সাথে পরিচয় করানোর জন্য বন্ধুর নাতনি জুঁইকে ঢাকায় নিজের বাড়িতে আনার ব্যবস্থা করেন জুম্মান। জুঁইকে কিছুই জানানো হয় না। চিটাগাংয়ের জুঁই ও ঢাকার সালমানের মধ্য ভাষা, চাল-চলন সবকিছুতেই গণ্ডগোল বাঁধতে থাকে।
 
এক সময় নিজেদের অজান্তেই প্রেমে পড়ে যায় দু’জন দু’জনের। তখন ভাষা, আচার-আচরণ কোনোকিছুই আর বাঁধা হয়ে দাঁড়ায় না। জুম্মান আলীর প্রতিশ্রুতি বাস্তব রূপ নেয়।


ঢাকা, আগস্ট ৩০(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.