bdlive24

মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

মঙ্গলবার সেপ্টেম্বর ০৫, ২০১৭, ০৫:৩০ পিএম.


মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

বিডিলাইভ ডেস্ক: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মালদ্বীপ ইনডিপেনডেন্ট এ কথা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানায়, সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের ‘প্রথাগত এই দমন’ এর আগেও জাতিসংঘ প্রকাশ করেছে। কিন্তু সাম্প্রতিক সহিংসতার ফলে বেশ কিছু রোহিঙ্গার মৃত্যু এবং হাজারো মানুষের বাস্তুচ্যুত হওয়ায় মালদ্বীপ গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানানোর পাশাপাশি রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়।

এ ছাড়া ওই বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে।


ঢাকা, সেপ্টেম্বর ০৫(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.