bdlive24

দিনে ৪০টি সিগারেট খেতো, এখন স্কুলের চ্যাম্পিয়ন!

মঙ্গলবার সেপ্টেম্বর ০৫, ২০১৭, ০৬:২২ পিএম.


দিনে ৪০টি সিগারেট খেতো, এখন স্কুলের চ্যাম্পিয়ন!

বিডিলাইভ ডেস্ক: এই শিশু একদিনে ৪০টি সিগারেট খেতো। কয়েক বছর আগে, এই শিশুটি তার সিগারেটের আসক্তির কারণে সোশাল মিডিয়াতে শিরোনামেও ছিল। অথচ আজ সে তার স্কুলের 'চ্যাম্পিয়ন'।

বাচ্চাটির নাম হলো আলদি রিজাল। সে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি দরিদ্র পরিবারে ছেলে। ২০১০ সালে সোশাল মিডিয়ায় একটার পর একটা সিগারেট খাওয়ার ভিডিও খুব ভাইরাল হয়েছিল।

দুই বছরের আলদির বয়স হয়েছে এখন নয় বছর। এবং তার ধূমপানের অভ্যাসও নেই। কিন্তু তার কাছে চেন-স্মোকার থেকে নন স্মোকার হওয়ার যাত্রা সহজ ছিল না।

আন্তর্জাতিক মিডিয়াতে এই খবর আসার পর ইন্দোনেশিয়ার সরকার তার সাহায্য করে। তাকে রিহাবে পাঠানো হয়, যেখানে তার সিগারেটের প্রতি আসক্তি চলে যায়, হঠাৎ তার ক্ষুধা বেড়ে যায়। এই কারণে, তার ওজন দ্রুত বাড়তে থাকে।

রিজালের মা বলছে, সে অতিরিক্ত খাবারের জন্য দেওয়ালে মাথা ঠুকতে থাকে। তাকে খাবার থেকে দূরে রাখা অসম্ভব হয়ে পড়ে। এই কারণে তাকে শক্ত ডায়েটে রাখা হয়।

এইভাবে সে তাড়াতাড়ি তার ওজন কমাতে থাকে। আজ সে স্কুলে যায় এবং মন দিয়ে পড়াশুনা করে।


ঢাকা, সেপ্টেম্বর ০৫(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.