bdlive24

বিয়ের পর ওজন বাড়ে পুরুষদেরও

শুক্রবার সেপ্টেম্বর ০৮, ২০১৭, ০৭:০২ পিএম.


বিয়ের পর ওজন বাড়ে পুরুষদেরও

বিডিলাইভ ডেস্ক: শুধু মেয়েদেরই নয়, বিয়ের পর ও বাবা হওয়ার পর ছেলেদেরও ওজন বাড়ে।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে, বিয়ে করলেই নাকি ওজন বাড়ে পুরুষের।

পিতৃত্বের সময় দেহের ওজন আরও বাড়ে পুরুষদের। ৮ হাজার মানুষের ওপর হওয়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলছে, বিয়ের পর পুরুষের দেহে বডি মাস ইনডেক্স বা বিএমআই বৃদ্ধি পায়। আর তার জন্যই বাড়ে শারীরের ওজন।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জোয়ানা সিরদা জানান, বিভিন্ন সামাজিক বিষয়, তার মধ্যে বিয়ে এমন একটা ইস্যু যা পুরুষের বডি মাস ইনডেক্স বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষ, বাবা হলে সেই বিএমআই বৃদ্ধির হার আরও বেশ খানিকটা বাড়ে।

ড. জোয়ানা জানান, নানা পারিবারিক এবং সামাজিক কারণে পুরুষদের চিন্তার হার তুলনামূলকভাবে বেশি। ফলে পুরুষ তার শরীর এবং স্বাস্থ্য নিয়ে ভাবার অবকাশ পায় না। এর জন্য পরিবর্তন হয় পুরুষের খাদ্যাভ্যাসেও। এমনকী তাদের আচরণেও দেখা যায় নানারকম পরিবর্তন।

গবেষণা বলছে, বিয়ের আগে পুরুষদের শরীরচর্চার প্রবণতা দেখা যায়। ফলে দেহের ওজনও থাকে নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু বিয়ের পর সেই প্রবণতা আর থাকে না। বাড়ে সামাজিক মেলামেশা, বদলে যায় খাওয়া-দাওয়া। ফলে বাড়তে থাকে ওজন।


ঢাকা, সেপ্টেম্বর ০৮(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.