bdlive24

সিরিয়ায় রুশ বিমান হামলায় ৪০ আইএস জঙ্গি নিহত

শনিবার সেপ্টেম্বর ০৯, ২০১৭, ০৯:৩৬ এএম.


সিরিয়ায় রুশ বিমান হামলায় ৪০ আইএস জঙ্গি নিহত

বিডিলাইভ ডেস্ক: সিরিয়ার দেইর আল-জোর শহরে রাশিয়ার বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) চার ঊর্ধ্বতন কমান্ডারসহ ৪০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৫ সেপ্টেম্বরে দেইর আল জোরের আশেপাশের এলাকায় একটি মাটির নিচের কমান্ড সেন্টারে আইএস কমান্ডারদের গোপন বৈঠকের গোয়েন্দা তথ্য পাওয়ার পর রাশিয়া সেখানে এসইউ-৩৪ এবং এসইউ-৩৫ বোমারু বিমান হামলা চালিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন আবু মুহাম্মদ আল শিমাইলি যিনি আইএস এর বিদেশি যোদ্ধাদেরকে দেখাশুনা করতেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আইএস এর যুদ্ধমন্ত্রী গুলমুরদ খালিমভের ওই বাঙ্কারের বৈঠকে উপস্থিত থাকার প্রমাণ আছে বলে জানিয়েছে এবং বিমান হামলায় তার মারাত্মকভাবে জখম হওয়ার খবরও জানিয়েছে।


ঢাকা, সেপ্টেম্বর ০৯(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.