bdlive24

মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

শনিবার সেপ্টেম্বর ০৯, ২০১৭, ০৩:১০ পিএম.


মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

বিডিলাইভ ডেস্ক: মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্পে আজ শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এতে মেক্সিকোসহ আশপাশের আরও ৬টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। মেক্সিকোতে আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। খবর বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট এনরিকো পেনা নিইতো এ ভূমিকম্পকে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে ১৯৮৫ সালে দেশটিতে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল যেখানে মৃতের সংখ্যা ছিল ৫ হাজার। তবে ওই ভূমিকম্পের মাত্রা এতো ছিল না।

মেক্সিকোর আবহাওয়া অফিসের তথ্য মতে, শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৪। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের এই মাত্রা ৮.১।

চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে।

মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ১৯৮৫ সালে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানার পর মেক্সিকোতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ৩ দশক আগে আঘাত হানা ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হয়। এ সময় প্রায় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।


ঢাকা, সেপ্টেম্বর ০৯(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.