bdlive24

'থাগস অফ হিন্দোস্থান' এ নতুন রূপে আমির!

রবিবার সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৩:২৬ পিএম.


'থাগস অফ হিন্দোস্থান' এ নতুন রূপে আমির!

বিডিলাইভ ডেস্ক: আমির খানের নিউ লুক নিয়ে বলিউড সরগরম। তার আগামী ছবি 'ঠগস অফ হিন্দোস্থান' এ বেশ অন্য ধরনের মেকআপ নিয়েছেন আমির।

চুলটা বাড়িয়ে কাঁধ পর্যন্ত এনেছেন। কানে কয়েক রকম দুলও পরেছেন। সেই দুলের ঠেলায় কান ব্যথাও হয়েছে তার। তবু হাল ছাড়েননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছবির জন্য কখনও কমপ্রোমাইজ করেন না আমির।

চরিত্রের জন্য যেমনটা প্রয়োজন ঠিক তেমনই মেকআপ নিতে তিনি প্রস্তুত। এই ছবিতে আমিরের চরিত্রটা একটু রাফ অ্যান্ড টাফ। সেই মতোই 'রাগেড লুক' নিয়েছেন নায়ক। খোলা চুলে গম্ভীর চাহনি। নায়কের এমন ছবি স্বয়ং ফোটোগ্রাফারই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।


ঢাকা, সেপ্টেম্বর ১০(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.