bdlive24

ঢাবি অধিভুক্ত ৭টি কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু

রবিবার সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৬:১৭ পিএম.


ঢাবি অধিভুক্ত ৭টি কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু

বিডিলাইভ রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষা শুরু হয়েছে।

রোববার দুপুরে এই পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র এবং বেগম বদরুন্নেছা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, কলেজসমূহের সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য সন্তোষ প্রকাশ করেন।

অধিভুক্ত ৭টি কলেজের পরীক্ষার কেন্দ্রসমূহ হলো- বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ; ঢাকা কলেজের পরীক্ষার কেন্দ্র ইডেন কলেজ; ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ; তিতুমীর কলেজের পরীক্ষার কেন্দ্র বাঙলা কলেজ এবং বাঙলা কলেজের পরীক্ষার কেন্দ্র তিতুমীর কলেজ।

পরীক্ষা শেষ হবে আগামী ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।


ঢাকা, সেপ্টেম্বর ১০(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.