bdlive24

'বিশ্বের সেরা জুটি হতে পারে আগুয়েরো-জেসুস'

সোমবার সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৪:২৭ পিএম.


'বিশ্বের সেরা জুটি হতে পারে আগুয়েরো-জেসুস'

বিডিলাইভ ডেস্ক: সার্জিও আগুয়েরো-গাব্রিয়েল জেসুস এ দুজনে বিশ্বের সেরা জুটিতে পরিণত হতে পারেন বলে মনে করছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা।

লিভারপুলকে উড়িয়ে দেওয়ার ম্যাচে এ দুজনের দারুণ বোঝাপড়া ও তাদের পারফরম্যান্সে ভীষণ খুশি এই কোচ।

তারা দুজনেই ভালো মানুষ। দুজনেই অসাধারণ খেলোয়াড়, তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো। অবশ্যই তারা দুজনেই গোল করতে চায় এবং আমাদের তা দরকার, সেই স্বার্থপরতাটা, সতীর্থের চেয়ে বেশি গোল করতে চাওয়াটা। কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য তাদের আছে যেমনটা আগুয়েরো করেছে।

সে গোলরক্ষকের সামনে একা ছিল, তবে বল পাস দেওয়ার উপায়ও ছিল। পরবর্তীতে এ রকম সময় আসলে আগুয়েরোর জন্য গাব্রিয়েল এমন করবে, আর সেটা দারুণ।


ঢাকা, সেপ্টেম্বর ১১(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.