bdlive24

'নিশো ভাইয়ের হাতে খাওয়া সবগুলো থাপ্পড় অর্জিনাল'

সোমবার সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৪:৩৫ পিএম.


'নিশো ভাইয়ের হাতে খাওয়া সবগুলো থাপ্পড় অর্জিনাল'

বিনোদন ডেস্ক: নাটক ‘নো লাইস; ট্যাটু ২’ ঈদুল আযহায় প্রচার হয়েছে। নাটকটি প্রচারের পর থেকে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে কিছু দৃশ্য। যেখানে ভিউ পড়েছে কয়েক মিলিয়ন! অনেকেই আবার বিভিন্ন মজার ক্যাপশন দিয়ে ফেসবুক ওয়ালে শেয়ার করছেন।

তরুণ নির্মাতা কাজল আরেফিন অমির নির্দেশনায় এটি ‘ট্যাটু’ নাটকের দ্বিতীয় কিস্তি। যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া, সিয়াম নাসির, ইভানা, শামীম হাসান সরকার প্রমুখ।

যনাটকের দৃশ্যে দেখা গেছে, নিশোর কাছের খুব ছোটভাই সিয়াম নাসির। নিশো হাকে-ডাকে সব সময় তাকে কাছে পায়। এমনকি প্রেমিকা খুঁজতেও সাহায্য করে সিয়াম। কথার ছলে, রেগে, আদর করে নিশো বারবার থাপ্পড় মারে পুরো নাটকে। যারাই নাটকটি দেখেছেন সবাই সিয়ামের থাপ্পড় খাওয়ার বিষয়টি দেখে অবাক হয়েছেন।

এ ব্যাপারে সিয়াম নাসির গণমাধ্যমকে বলেন, চরিত্রটি ফুটিয়ে তুলতে মিনিমাম ৫০০ থাপ্পড় খেয়েছি। এটিই চরিত্রের ডিম্যান্ড ছিল। কিছু করার নেই। নিশো ভাইয়ের হাতে খাওয়া সবগুলো থাপ্পড় অর্জিনাল ছিল।

সিয়ার নাসির আরো বলেন, নাটক প্রচার হবার পর সেই থাপ্পড়ের স্বার্থকতা পেয়েছি। দর্শকেরা আসলে ন্যাচারাল বিষয়টি উপভোগ করেন, কেননা সেসবে জীবনের ছোঁয়া আছে। দৃশ্যগুলোকে জীবন্ত করার জন্য কাজ করেছি সেটার ফল পাচ্ছি।


ঢাকা, সেপ্টেম্বর ১১(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.