bdlive24

চীনে টানা বর্ষণে নিহত ৮

সোমবার সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৬:১১ পিএম.


চীনে টানা বর্ষণে নিহত ৮

বিডিলাইভ ডেস্ক: শুক্রবার থেকে টানা বর্ষণে চীনের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে আট জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া সাতজন নিখোঁজ রয়েছে। সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় সোমবার এতথ্য জানায়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চংগিং পৌরসভা এবং হেনান, হুবেই, সিচুয়ান, গুইঝু, ইউনান ও শানজি প্রদেশ থেকে প্রায় ৬ হাজার ৭শ’ লোককে সোমবার সকালে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ভারি বর্ষণে প্রায় পাঁচশ’ বাড়ি ধসে পড়েছে এবং ২ হাজার ৭শ’র ও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিনের এ ভারি বর্ষণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৪.৪৯ মিলিয়ন ডলার বলে জানানো হয়েছে।


ঢাকা, সেপ্টেম্বর ১১(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.