bdlive24

বরিশালে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

সোমবার সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৬:৩৫ পিএম.


বরিশালে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

বরিশাল ব্যুরো: এ বছর বরিশাল নগরী ও জেলায় ৫৮৯ টি পুজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

এই উপলক্ষে নগরী ও জেলার পূজা মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে।

বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির তথ্যে, এ বছর বরিশাল মহানগর এলাকায় ৩৬টি এবং জেলার ১০ উপজেলায় ৫৫৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে মহানগরে বেড়েছে একটি পূজা মন্ডপ আর জেলায় অন্তত ২৪টি পূজা মন্ডপ বাড়তে পারে। প্রতিটি পুজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে, আর কঠোর নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু জানান, এ বছর দুর্গা দেবী নৌকায় এসে দোলায় চলে যাবেন। আগামী ১৯ সেপ্টেম্বর দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আর ২৫ সেপ্টেম্বর দুর্গোৎসবের মূল পূজা শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর।


ঢাকা, সেপ্টেম্বর ১১(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.