bdlive24

মাঠের বাইরে নতুন দায়িত্বে সাকিব

মঙ্গলবার সেপ্টেম্বর ১২, ২০১৭, ১১:১৯ এএম.


মাঠের বাইরে নতুন দায়িত্বে সাকিব

বিডিলাইভ ডেস্ক: সারাবছর ক্রিকেট মাঠে দেখা গেলেও এবার নতুন ভূমিকায় দেখা যাবে অল রাউন্ডার সাকিব আল হাসানকে। তবে এবার মাঠের বাইরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।

দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন ক্যাম্পেইনিংয়ে জনসংযোগ করবেন বলে দুদককে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব। তাকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশেষ আমন্ত্রণে কমিশনের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে আসেন তিনি। এ সময় কমিশনের চেয়ারম্যান সাকিবকে ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমরা সম্মিলিতভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধ করার চেষ্টা করছি। আপনারা ক্রিকেট দিয়ে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আমরা গর্বিত। আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর ‘আইকন’। আপনার কারণে যদি দেশের ১০ জন তরুণ সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ হয় সেটাও দেশের জন্য বিশাল প্রাপ্তি।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের যেকোনো কর্মসূচিতে আমি আসব। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে। আমরা যখন কোনো দেশের অভিবাসন দপ্তরে আমাদের পাসপোর্ট জমা দেব, তখন তারা যেন মনে করে, বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।’

গত বছর দুর্নীতির সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, এর অর্থ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক কার্যক্রম হচ্ছে। ঘুষ নিতে এখন ঘুষখোর কর্মকর্তারা ভয় পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।


ঢাকা, সেপ্টেম্বর ১২(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.