bdlive24

রোহিঙ্গাদের নৌকা ডুবি: চার লাশ উদ্ধার

বুধবার সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১১:০০ এএম.


রোহিঙ্গাদের নৌকা ডুবি: চার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবির ঘটনায় আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় গতরাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

আজ বুধবার সকাল সাতটার দিকে জালিয়াপাড়া এলাকার নাফ নদী থেকে একজন পুরুষ (আনুমানিক ৩২ বছর) ও এক শিশুর (আনুমানিক ৮ বছর) লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক আজ বুধবার সকালে এ কথা জানান। এর আগে গতকাল রাতে তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন যাত্রী ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অনন্ত ১১ জন নিখোঁজ রয়েছে। রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

ধারণক্ষমতার বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানান বেঁচে ফেরা রোহিঙ্গারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান বলেন, বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো দাফনের ব্যবস্থা করছে।


ঢাকা, সেপ্টেম্বর ১৩(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.