bdlive24

দর্শকদের অনুরোধে একটানা তিন দিন ‘বড় ছেলে’

বুধবার সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১২:২৭ পিএম.


দর্শকদের অনুরোধে একটানা তিন দিন ‘বড় ছেলে’

বিনোদন রিপোর্ট: ঈদুল আজহায় প্রচারিত নাটক ‘বড় ছেলে’ ভাসছে প্রশংসার সাগরে। এই নাটকে অপূর্ব ও মেহজাবিনের অভিনয় কেড়ে নিয়েছে সবার মন। তাদের আবেগাপ্লুত অভিনয়ে হারিয়ে গিয়েছিল সবাই। বেশিরভাগ দর্শকই নিয়ন্ত্রণ করতে পারেনি চোখের জল।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ‘বড় ছেলে’ নাটকে তুলে ধরেছেন মধ্যবিত্ত পরিবারের প্রতি বড় ছেলের দায়িত্ববোধ। প্রচারের পর থেকেই নাটকটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর। শেয়ারও হয়েছে অসংখ্যবার। নির্মাতাকে প্রশংসায় ভাসিয়ে দেন দর্শকরা।

অনেকেই জানিয়েছেন টেলিভিশনে নাটকটি আবার প্রচার করার দাবি। দর্শকদের অনুরোধকে মাথায় রেখে ‘বড় ছেলে’ আবারও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন।

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ১১টায় বিরতিহীনভাবে প্রচার হবে ‘বড় ছেলে’। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিছবিটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খবরটি প্রথম শুনি আমার মায়ের কাছ থেকে। টেলিভিশনে স্ক্রল নিউজ দেখে তিনি আমাকে জানান। এরপর প্রডিউসারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই। এটা আমার জন্য অনেক বড় আনন্দের।’

গল্পের নেপথ্যের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক আরিয়ান আরও বলেন, ‘প্রথমেই বলে রাখা ভালো- আমার দাদা, বাবা ও আমি পরিবারের বড় ছেলে। তবে এটি আমার জীবনের গল্প নয়। কিন্তু আমি সামনে থেকে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘কাজ করতে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতিই উঠে আসে। যেমন প্রাইভেট শিক্ষকদের ঘটনা। সেগুলোই এ টেলিছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।’


ঢাকা, সেপ্টেম্বর ১৩(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.