bdlive24

আড়াই মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

বুধবার সেপ্টেম্বর ১৩, ২০১৭, ০২:৫৩ পিএম.


আড়াই মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: অপহরনের আড়াই মাস পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা। এসময় অপহরণকারী মো: সাইফুল ইসলামকেও (২৫) আটক করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে তাদের দু'জনকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইসলাম নগর এলাকা থেকে উদ্ধার করা হয়।

আটককৃতদের আজ বুধবার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ভিকটিম লিজা (১৬) নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া গ্রামের আলী আক্কাছের মেয়ে এবং অপহরণকারী মো: সাইফুল ইসলাম (২৫) জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথের গজারিয়া গ্রামের দুধ মিয়ার ছেলে।

পিবিআই কুমিল্লার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানিয়েছে, জেলার নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া গ্রাম থেকে লিজা নামের দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে গত ১৪ জুলাই কুমিল্লা নারী ও শিশু আদালতে ভিকটিমের মা অজিবা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে দেয় আদালত।

একপর্যায়ে তাদের খোঁজ পেয়ে ওই ছাত্রীসহ অপহরণকারীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে পিবিআই।

এদিকে, গ্রেপ্তার সাইফুলের পরিবার দাবি করেছে সাইফুলের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু ছাত্রীর পরিবার এ বিয়ে মেনে নিতে পারেননি এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।

পিবিআই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, আদালত মামলাটির তদন্তভার দেয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে ভিকটিম সহ অপহরণকারীকে সুস্থ্য অবস্থায় আটক করা হয়েছে।


ঢাকা, সেপ্টেম্বর ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.