bdlive24

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৭'শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায়

বুধবার সেপ্টেম্বর ১৩, ২০১৭, ০৪:০৬ পিএম.


পাটুরিয়া-দৌলতদিয়ায় ৭'শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায়

মানিকগঞ্জ প্রতিনিধি: মাওয়ায় ফেরি চলাচলে অচলাবস্থা, পদ্মায় প্রবল স্রোত, হঠাৎ যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে উভয়ঘাটে সাত শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় প্রহর গুনছে।

এতে যানবাহনের শ্রমিক ও যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। যানবাহনের তুলনায় ফেরির ট্রিপ সংখ্যা কম হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিআইডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান জানান, 'মাওয়ায় ফেরি চলাচল সংকটের কারণে হঠাৎ উজানের ঢলে পদ্মায় প্রবল স্রোত সৃষ্টি হওয়ায় স্বল্প সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে। ফেরি চলাচলে দ্বিগুনের বেশি সময় লাগছে এবং ট্রিপ সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এ রুটে ১৯ টি ফেরির মধ্য ১৬/১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের বিপরীতে চলতে গিয়ে ফেরিগুলো প্রায়ই বিকল হচ্ছে। ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।'

তিনি আরো বলেন, 'পাটুরিয়া ও দৌলতদিয়ায় বুধবার দুপুরে সাত শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। অপেক্ষামান যানবাহনের সারি ফেরি টার্মিনাল ছাড়িয়ে উভয়প্রান্তে মহাসড়কে ৪ কিলোমিটার পর্যন্ত গড়াচ্ছে। যানবাহনের লাইন মহাসড়কের উভয় প্রান্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে উভয়পান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।'

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, 'ঈদের ছুটি শেষে ঢাকামুখি যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক বাস ফেরি পারের অপেক্ষায় রয়েছে। ফেরি পারের তুলনায় অপেক্ষমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।'


ঢাকা, সেপ্টেম্বর ১৩(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.