bdlive24

মালয়েশিয়ার মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৫

বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৯:২১ এএম.


মালয়েশিয়ার মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৫

বিডিলাইভ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী। বাকি দুজন মাদ্রাসার ওয়ার্ডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে কীভাবে মাদ্রাসাটিতে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। খবর বিবিসির।

স্থানীয় ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান বলেন, আগুনে ছাত্র ও শিক্ষকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ২০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.