bdlive24

'অপূর্ব-মেহজাবিনকে আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই'

বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১০:০৭ এএম.


'অপূর্ব-মেহজাবিনকে আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই'

বিডিলাইভ রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে তরুণ নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেন ‘বড় ছেলে’ নামে একটি টেলিফিল্ম। এতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। নাটকটি প্রচারের পর সব মহলেই প্রশংসিত হয়েছে।

এ নাটকটি দেখেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভালোলাগার কথাও জানিয়েছেন তিনি।

এতে তিনি লিখেন, নাটকটি দেখার পর আশান্বিতবোধ করছি। সুনির্মিত, সুঅভিনীত, গোছানো একটি প্রযোজনা। সাধারণ মানুষের খুবই পরিচিত জীবন যাপনের গল্প। খুবই আটপৌরে, খুবই বাস্তব। নাটকের প্রতিটি মুহূর্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের মায়া তৈরি করে। গল্প এগিয়ে যায় সুন্দর। বহুদিন পর একটা নাটক শেষ হবার পর মনে হলো ‘আর একটু হতো’। পরিচালককে অভিনন্দন। অভিনন্দন নাটকের প্রতিটি শিল্পী ও কলাকুশলীদের। অবশ্যই অপূর্ব এবং মেহজাবিনকে আলাদাভাবেই ধন্যবাদ দিতে চাই। কাতুকুতু দেওয়া হাসির নাটক, নানা ধরনের গিমিক, এই সব কিছুর মাঝখানে ‘বড় ছেল’ স্বস্তি দিলো। দর্শক আবার প্রমাণ করল ভালোকে ভালো বলতে তারা সব সময় প্রস্তুত।’’


ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.