bdlive24

তামিমও বিশ্রাম চাচ্ছেন!

বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০১:৩৩ পিএম.


তামিমও বিশ্রাম চাচ্ছেন!

বিডিলাইভ ডেস্ক: সাকিবের পর এবার বিশ্রাম চাচ্ছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান! এমন গুঞ্জন ভাসছে গতকাল থেকে। দেশে ফিরে তামিম নাকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে ছুটি চাইবেন।

তামিম ছুটি চাইবেন, একথা চাচা আকরাম খানের জানারই কথা। কারণ তিনি বিসিবির অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। কিন্তু সাবেক এ অধিনায়ক জানালেন, তামিমের ছুটি চাওয়ার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। বললেন,‘ ও তো এখন পাকিস্তানে। দেশে আসুক তারপর সব কিছু স্পষ্ট হবে। আমি এখনও এ বিষয়ে কোনো কিছু জানি না।’

এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের ভারপ্রাপ্ত ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুও। সাকিবের অনুপস্থি এমনিতেই তার দল গঠন অনেক কঠিন করে দিয়েছে, তারপর আবার তামিম গুঞ্জন!

নান্নু বলেন,‘ না, এ বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না। তামিম ছুটি চাইতে পারে, এমন গুঞ্জনও আমার কানে আসেনি।’

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন লাহোরে রয়েছেন তামিম ইকবাল। শুক্রবার শেষ ম্যাচ। শনিবার দেশে ফিরতে পারেন তামিম। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুদিন পরই দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। সূত্র:ঢাকাটাইমস
ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.