bdlive24

উখিয়ার পথে সাবেক প্রেসিডেন্ট এরশাদ

বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০২:০২ পিএম.


উখিয়ার পথে সাবেক প্রেসিডেন্ট এরশাদ

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধদের নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজার পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের কেন্দ্রীয় টিম।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। এরশাদের সফরসঙ্গী পার্টির মহাসচিব রুহুল আমি হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দীন বাবুল, মেজর খালেদ, সাংসদ ইয়াহিয়া চৌধুরীসহ অন্যান্যরা।

তাদের অভ্যর্থনা জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংসদ হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, প্রভাবশালী সদস্য কবির আহামদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল,নাজিম উদ্দীন, এম এ মঞ্জুর।

জানা গেছে, বিমান থেকে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের টিমটি সড়ক পথে উখিয়া পথে রওয়ানা দেন। তারা প্রথমে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে ত্রাণ বিতরণ করে পরে কুতুপালং এসে ত্রাণ বিতরণ করবেন।


ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.