bdlive24

সাতক্ষীরায় ভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৪:০৮ পিএম.


সাতক্ষীরায় ভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় ও যশোর-সাতক্ষীরা সড়কের তুযুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি মারুফ আহম্মদ জানান, সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নাসিরুল গাজী নিহত হয়েছেন। আহত ভ্যান আরোহী আব্দুর রউফ। নাসিরুল শহর উপকণ্ঠের দৌলতপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে, সাতক্ষীরা-যশোর সড়কের তুযুলপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী আলাউদ্দীন আলী নিহত হয়েছেন। তিনি তুযুলপুর গ্রামের বাসিন্দা। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.