bdlive24

অবিশ্বাস্য হলেও এক বোতল পানির মূল্য ৬৫ লাখ টাকা!

বুধবার সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৪:৪৫ পিএম.


অবিশ্বাস্য হলেও এক বোতল পানির মূল্য ৬৫ লাখ টাকা!

বিডিলাইভ ডেস্ক: বাংলায় একটা প্রবাদ আছে, 'পানির দামে কেনা'। কিন্তু সেই পানির দরটিই যদি হয়ে দাঁড়ায় বোতল পিছু ৬৫ লাখ টাকা, তখন তো চোখ কপালে উঠা খুব স্বভাবিক ঘটনা। অনেকে শিরোনাম দেখে বিষয়টা অহেতুক ভাবলে, খুব ভুল করছেন।

কারণ, সত্যি সত্যিই আমেরিকার বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির এক বোতল বিশেষ পানির দাম ৬৫ লাখ টাকা। সেই পানি নাকি শিগগিরই ভারতের বাজারে আসতে চলেছে। রাজকীয় মূল্যের দামের এই পানির ব্র্যান্ডের নাম হচ্ছে ‘Beverly Hills 9OH2O’। বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির এটি একটি বিশেষ স্তরের বিলাস-পানীয়।

তবে মনে প্রশ্ন রয়ে যায় কী আছে এই পানিতে?

জানা গেছে, Beverly Hills 9OH2O-এর ডায়মন্ড সংস্করণের এই পানির বোতলের নকশা করেছেন বিশ্বের শ্রেষ্ঠ মণিকার। এই পানীয়ের বোতলের ছিপিটি সোনার এবং তাতে ৬০০ গ্রাম মতো ওজনের সাদা ও ২৫০টি কালো হিরে খচিত থাকছে। বোতলগুলো আবার যে কেস-এ থাকছে, তাতে অতি দামি ক্রিস্টালের উপস্থিতি সকলেরই নজর কাড়বে। এটা হচ্ছে বোতলের কথা।

আর পানি? এই বোতলের ভিতরে যে পানি ভরা থাকছে, তা সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ৫,০০০ ফুট উচ্চতা থেকে সংগৃহিত। প্রভূত খাদ্যগুণ এবং খনিজ সমৃদ্ধ এই পানি যে প্রবলভাবে স্বাস্থ্যসম্মত, তা বলাই বাহুল্য।বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাক জানান, এই পানি রেশমের মতো মোলায়েম এবং অত্যন্ত হালকা।ঢাকা, সেপ্টেম্বর ২০(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.