bdlive24

মুক্তির মিছিলে জয়ার ‘খাঁচা’

বৃহস্পতিবার সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৬:১৫ পিএম.


মুক্তির মিছিলে জয়ার ‘খাঁচা’

কাহহার সামি: মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান এর বহুল আলোচিত ছবি ‘খাঁচা’। সরকারি অনুদানপ্রাপ্ত খাঁচা ছবিটি আগামীকাল ২২ সেপ্টেম্বর ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে মুক্তি পাবে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের রচনায় ছবিটি পরিচালনা করেন আকরাম খান।

২০১১-২০১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত খাঁচা ছবিটি কাজ শুরু হয় ২০১৫ সালে। গেল ৩১ আগস্ট ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। খাঁচার চিত্রনাট্য সাজিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম।

আকরাম খান বলেন, ১৯৪৭ এর দেশভাগের পরবর্তী সময় নিয়ে এ খাঁচা। দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দুদের ভারতে পাড়ি জমানোর গল্পই এখানে তুলে ধরা হয়েছে। আশা করি, মানুষ এ গল্পের মাধ্যমে সত্য কিছু জানতে পারবে।

গল্পে দেখা যাবে, অম্বুজাক্ষের পরিবার তাদের বসতভিটা বিক্রি করে ভারতে চলে যেতে চায়। ভারত থেকে আসা মুসলিম এক পরিবার অম্বুজাক্ষের বাড়ি কিনতে এসে ফিরে যায়। অম্বুজাক্ষ স্বপ্ন দেখতে থাকে ভারতে গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। অম্বুজাক্ষের এই ভাঙ্গা-গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যায় খাঁচার গল্প কথা।

জয়া আহসান ছাড়াও আরো অভিনয় করেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কায়েস চৌধুরী, শিশুশিল্পী পিদিম, প্রবীণ অভিনেতা রাণী সরকার।


ঢাকা, সেপ্টেম্বর ২১(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.