bdlive24

রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৭:২৬ পিএম.


রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিডিলাইভ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে আজ রাত দেড়টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন তিনি।

জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং এতথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সরকার প্রধান, যিনি পরপর ৯বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার নজির স্থাপন করবেন।

সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও একইদিন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এর আগে মুসলিম দেশগুলোর নেতাদের সামনে, রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াসহ ছয় দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে ওআইসি কনট্যাক্ট গ্রুপের বৈঠকে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের অবসান চায় বিশ্ববাসী। কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।


ঢাকা, সেপ্টেম্বর ২১(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.