bdlive24

‘ককপিট’ নিয়ে দেবের প্রতি হতাশ রোশান

রবিবার সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১১:১৫ এএম.


‘ককপিট’ নিয়ে দেবের প্রতি হতাশ রোশান

বিডিলাইভ রিপোর্ট: কলকাতার নায়ক দেব প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘ককপিট’। এ ছবিতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা রোশান। কিন্তু দেবের ওপরে মোটেই খুশি নন রোশান। বরং ছবির টিজার নিয়ে দেবের আচরণে বিস্ময় আর হতাশা ব্যক্ত করেছেন এই নায়ক। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে দেবের প্রতি সেই হতাশার কথা ব্যক্ত করেছেন রোশান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ককপিটে আমার এত বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেল। জানিনা দাদা (দেব) এটা কেন করলেন! এমন কথা তো ছিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলব কি ফেলব না বুঝতেই পারছিনা। ধরে নিচ্ছি যে এমনটাই হয়। বলার অপশনটা আর রাখলো না যে ককপিট আমারও ফিল্ম। যেটা ফিল্মের জন্য কমে যাবে না। শুভকামনা রইল। খুব ভাল মুভি। কলকাতাবাসীকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

সম্প্রতি প্রকাশিত ‘ককপিট’ এর টিজারে জায়গা হয়নি সহশিল্পী রোশানের। রোশান ছাড়াও ছবিটির অতিথি চরিত্রে বাংলাদেশের অভিনেত্রী ফারিনকেও দেখা যাবে। এটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছেন নায়ক দেব।


ঢাকা, সেপ্টেম্বর ২৪(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.