bdlive24

শক্তিশালী ব্যাটারির ফোন 'ইউ ইউরেকা টু'

রবিবার সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১২:১২ পিএম.


শক্তিশালী ব্যাটারির ফোন 'ইউ ইউরেকা টু'

বিডিলাইভ রিপোর্ট: ভারতের হ্যান্ডসেট নিমাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্সের সাবসিডিয়ারি ফের বাজারে আনছে ইউরেকা সিরিজের স্মার্টফোন। মডেল ইউ ইউরেকা টু। ফোনটির লুকসও দুর্দান্ত।

মেটাল বডির এই ফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ৪ জিবি র‌্যামের ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর রয়েছে।

ছবি তোলার জন্য নতুন ফোনে আছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় নাইট মোড, বিউটি মোড বা মাল্টি শটসের মতো অনেক অপশন থাকছে।

ফোনটির ৩৯৩০ এমএএইচের ব্যাটারিতে ২৪ ঘণ্টা টানা গান শোনা যাবে। এতে ৩.০ ফাস্ট চার্জিং থাকছে।

ইউরেকা সিরিজের ষষ্ঠ স্মার্টফোন এই ইউ ইউরেকা টু। ভারতের বাজারে এই ফোনটির মূল্য ১১ হাজার ৯৯৯ রুপি।


ঢাকা, সেপ্টেম্বর ২৪(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.