bdlive24

‘গহীন বালুচর’র নজরকাড়া ট্রেলার (ভিডিও)

রবিবার সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৫:৪৮ পিএম.


‘গহীন বালুচর’র নজরকাড়া ট্রেলার (ভিডিও)

বিডিলাইভ ডেস্ক: প্রকাশ করা হলো বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’-এর ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর।

ট্রেলারে উঠে এসেছে সিনেমার টুকরো টুকরো দৃশ্য। তাতে বোঝা যায় একই সমান্তরালে উঠে এসেছে নতুন জেগে উঠা চর দখল ও প্রেমের গল্প। এ ধরনের গল্প যদিও সিনেমায় নতুন নয়, ‘গহীন বালুচর’ ট্রেলারে মনোযোগ কেড়েছে। পরিচ্ছন্ন দৃশ্যায়ন ও তারকাদের অভিনয় প্রত্যাশা বাড়িয়েছে বৈকি।

চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরও দেখা যাবে দুই নতুন মুখ তানভীর ও মুনকে। তাদের ত্রিভুজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ।


ঢাকা, সেপ্টেম্বর ২৪(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.