bdlive24

চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

সোমবার সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০১:০১ পিএম.


চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

বিডিলাইভ ডেস্ক: বাংলা চলচ্চিত্রে সত্তরের দশকের মাঝামাঝি সময়ের সাড়া জাগানো ও সফল নায়ক জাফর ইকবাল। চিরসবুজ নায়ক হিসেবেও বেশ পরিচিত স্টাইলিশ এ নায়ক। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন গিটারিস্ট ও সংগীতশিল্পী। আজ ২৫ সেপ্টেম্বর সেই নায়ক, গায়ক, গিটারিস্ট ও মুক্তিযোদ্ধা জাফর ইকবালের জন্মদিন।

১৯৫০ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মেছিলেন। তার বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ দুজনেই সংগীতশিল্পী। দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রীর নাম সোনিয়া জাফর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন চিরসবুজ এ নায়ক।

বাংলাদেশের মৃক্তিযুদ্ধের আগেই জাফর ইকবাল জলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবি ‘আপন পর’। এতে জাফর ইকবালের নায়িকার চরিত্রে অভিনয় করেন কবরী সারোয়ার। তবে নায়িকা ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। ৩০টির মত ছবিতে এক সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন জাফর ইকবাল ও ববিতা। এ জুটির বাস্তব জীবনে প্রেম ছিল বলেও গুজব ছড়িয়েছিল।

শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরণের চরিত্রেই ছিল জাফর ইকবালের স্বাচ্ছন্দ বিচরণ। ১৯৭৫ সালে ‘মাস্তান’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় তাকে সে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। ১৯৮৯ সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভূজ প্রেমের ছবি ‘অবুঝ হৃদয়’ দারুণ ব্যবসা সফল হয়। সব মিলিয়ে ক্যারিয়ারে প্রায় ১৫০টি ছবি করেন প্রয়াত এ নায়ক।

অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গানও গাইতে পারতেন জাফর ইকবাল। যার কারণে বেশ কিছু ছবিতে তিনি গায়ক চরিত্রে অভিনয় করেছেন। ১৯৬৬ সালে তিনি প্রথম একটি ব্যান্ড দল গড়ে তোলেন। তার প্রথম সিনেমায় গাওয়া গান ছিল ‘পিচ ঢালা পথ’। ১৯৮৪ সালে জাফর ইকবালের কণ্ঠে আনোয়ার পারভেজের সুরে রাজ্জাক অভিনীত ‘বদনাম’ ছবিতে ‘হয় যদি বদনাম হোক আরো’ গানটি এক সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। মূলত তিনি ছিলেন একজন নামকরা গিটারিস্ট।

অভিনয় ও সংগীত দিয়ে চলচ্চিত্র জগতে আলো ছড়ালেও সেই আলোর রেশ ছিল না পরিবারে। পারিবারিক অশান্তির কারণে এক সময় খুব ভেঙে পড়েন নায়ক। মদ হয়ে যায় তার নিত্যসঙ্গী। এই মদ আর নিয়ন্ত্রণহীন জীবন যাপনের কারণেই এক সময় ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন। দেখা দেয় হার্টের সমস্যা। নষ্ট হয়ে যায় দুটি কিডনিই। নানা জটিল রোগে জর্জরিত নায়ক জাফর ইকবাল ১৯৯২ সালের ২৭ এপ্রিল মাত্র ৪১ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।


ঢাকা, সেপ্টেম্বর ২৫(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.