bdlive24

২৭ সেপ্টেম্বর ১ম ঝলক দেখাবে ‘ডুব’

সোমবার সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৯:৩৪ পিএম.


২৭ সেপ্টেম্বর ১ম ঝলক দেখাবে ‘ডুব’

বিডিলাইভ ডেস্ক: ২৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ‘ডুব’ ছবির ট্রেলার। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার দুপুরে ফারুকী ফেসবুকে জানিয়েছেন, ‘তবে ঐ কথাই রইলো। ডুবের ট্রেলার আসছে আর জাস্ট দুই দিন পর। সাতাশ তারিখ সন্ধ্যায়।’

‘ডুব’-এর মধ্য দিয়েই বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক হয় ইরফান খানের। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি অর্থ লগ্নিও করেছেন সিনেমাটির পেছনে। ইরফান খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

ইরফান ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।

এদিকে তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশকিছু দৃশ্য কাট-ছাঁট করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়। আগামী ২৭ অক্টোবর শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।


ঢাকা, সেপ্টেম্বর ২৫(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.