bdlive24

বান্ধবীকে নিয়ে বোল্টের নৌভ্রমণ

মঙ্গলবার সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৫:৪৩ পিএম.


বান্ধবীকে নিয়ে বোল্টের নৌভ্রমণ

বিডিলাইভ ডেস্ক: সম্প্রতি বান্ধবী কেসি বেনেটকে নিয়ে নৌভ্রমণে গেলেন বিশ্বের নাম্বার ওয়ান দৌড়বিদ উসাইন বোল্ট।

নৌভ্রমণের ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন বোল্টের প্রেমিকা।

নেচে-গেয়ে সময়টা উদযাপন করেছেন বোল্ট-কেসি। তাদের সঙ্গে সেই পার্টিতে যোগ দেন বেশ কয়েকজন বন্ধুও। এই ভ্রমণের নাম দেয়া হয়েছে ‘দ্য ডমিনেটর’।

গত আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ বারের মতো দৌড়ান বোল্ট। বিদায়ী ম্যাচের দৌড়টা শেষ করার আগেই লুটিয়ে পড়েন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪*১০০ মিটার রিলেতে এর আগে চারটি সোনা জমা পড়েছে বোল্টের শোকসে। ২০১১ সালে ১০০ মিটারে একবার ডিসকোয়ালিফাইড হয়েছিলেন বোল্ট।

এরপর ২০০৯ থেকে এই আসরের আগ পর্যন্ত প্রতিটি ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে রাজাই ছিলেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্ট। ১১টি সোনার পদক নিয়েই দৌড় অধ্যায়ের ইতি টানলেন এই জ্যামাইকান গতি দানব।


ঢাকা, সেপ্টেম্বর ২৬(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.