bdlive24

ট্রেলারে ইঙ্গিত প্রেমের জটিল উদ্যান ‘ডুব’ (ভিডিও)

বুধবার সেপ্টেম্বর ২৭, ২০১৭, ১১:৫১ পিএম.


ট্রেলারে ইঙ্গিত প্রেমের জটিল উদ্যান ‘ডুব’ (ভিডিও)

বিডিলাইভ ডেস্ক: এক কৌতুহলী নির্মাতার গল্প ‘ডুব’। যিনি ডুবে গেছেন প্রেমের জটিল এক উদ্যানে। প্রেম হারান আবার ফিরেও পান-বিভিন্ন বিভিন্ন রূপে। তেমনই গল্পের রেশ পাওয়া গেল মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাটির ট্রেলারে। যা প্রকাশ হয়েছে বুধবার রাত ৮টায়।

অনেকদিন ধরে শোনা যাচ্ছে, প্রয়াত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ‘ডুব’ নির্মিত হয়েছে। এ নিয়ে কম ঝামেলাও হয়নি। সে গুজব বা রটনা বা প্রচারণা কৌশল কতটা সত্য বা মিথ্যা তা জানিয়ে দিল ট্রেলার।

শুরুতেই বলা হয়, ‘তিনি ছিলেন কৌতূহলী একজন মানুষ। এ কৌতূহলই হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। তিনি তার মেয়েকে কাঁদিয়েছেন। কখনো নতুন প্রেমের আক্ষেপের কারণ হয়েছেন। কখনো অন্যের আশাভঙ্গের বেদনার কারণ হয়েছেন। কখনো নিজেই নিজেকে নিয়ে খেলা করে ভালোবাসার দেবালয় ছেড়ে এসেছেন অবলীলায়। কিন্তু, ভালোবাসা কখনোই তাকে ছেড়ে যায় নি। মৃত্যুতে ভালোবাসার নতুন চারা ডানা মেলেছে।’

এরপর বাবা-মেয়ে, স্বামী-স্ত্রী, বিবাহিত নির্মাতা-নীতুর সংলাপ অনেক কিছু বলে দেয়।

তবে নিঃসন্দেহে ‘ডুব’ সুনির্মাণ। সে কথাই জানিয়ে দিল প্রচারণামূলক ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায়ও তেমনটা ফুটে উঠেছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্নো মিত্র। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে।

বাংলাদেশ-ভারতের প্রেক্ষাগৃহে ‘ডুব’ মুক্তি পাবে ২৭ অক্টোবর। ছবিটি এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কারও। সূত্র: বিএমডিবি


ঢাকা, সেপ্টেম্বর ২৭(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.