bdlive24

'সেলফি মনস্টার' আনছে নকিয়া

মঙ্গলবার অক্টোবর ০৩, ২০১৭, ১১:৪৭ এএম.


'সেলফি মনস্টার' আনছে নকিয়া

বিডিলাইভ রিপোর্ট: শিগগিরই এইচএমডি গ্লোবাল বাজারে আনছে নকিয়ার নতুন একটি ফোন। ফোনটির মডেল নকিয়া এইট। এই ফোনটিকে সেলফি কেন্দ্রীক ফোন হিসেবে গ্রাহকদের কাছে উপস্থাপন করার জন্য ফোনটিতে ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এইচএমডি গ্লোবাল বলছে, নকিয়া এইট হবে সেলফি মনস্টার। ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এইচএমডি গ্লোবাল জানিয়েছে, শিগগিরই নকিয়া এইট বাজারে আসবে। তবে ফোনটির দরদাম কেমন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

টেক ওয়েবসাইটগুলোর তথ্য মতে, নকিয়ার নতুন এই ফোনটিতে ফোনটিতে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। এই ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের। এতে জেইস লেন্স ব্যবহার করা হয়েছে। যা ভালো মানের সেলফি তুলতে সাহায্য করবে।

এই ফোনটিতে ৫.৩ ইঞ্চির কোয়াডএইচডি ডিসপ্লে থাকছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে।

উইন ফিউচারের তথ্য মতে, নকিয়া এইট পাওয়া যাবে ৫৮৯ ইউরোতে। এই অক্টোবরেই ফোনটি বাজারে আসবে। এই ফোনটিতে ৩০৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


ঢাকা, অক্টোবর ০৩(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.