bdlive24

একসঙ্গে নতুন পাঁচ ছবিতে শাকিব খান

বৃহস্পতিবার অক্টোবর ০৫, ২০১৭, ০৮:৩৬ এএম.


একসঙ্গে নতুন পাঁচ ছবিতে শাকিব খান

বিডিলাইভ রিপোর্ট: একসঙ্গে নতুন পাঁচটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এই পাঁচটি ছবি প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান খবরটি জানিয়েছেন।

ছবিগুলোর নাম হচ্ছে- ‌‘স্বপ্নের বিদেশ’, ‘যুবরাজ’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘রিমোর্ট কন্ট্রোল’। এরই মধ্যে ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘যুবরাজ’ ছবির নাম এন্ট্রি করা হয়েছে। বাকিগুলোরও প্রস্তুতি চলছে বলে জানান সেলিম খান।

সেলিম খান বলেন, স্বপ্নের বিদেশ ও রিমোর্ট কন্ট্রোল ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। ‘স্বপ্নের বিদেশ’ ছবির শুটিং হবে কানাডাতে। গল্প সেভাবেই তৈরি হচ্ছে। যুবরাজ পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন, নিরঞ্জন বিশ্বাস পরিচালনা করবেন ‘তুমি বড় ভাগ্যবর্তী’, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও ঠিক হয়নি।।

তিনি বলেন, ছবিগুলোর ব্যাপারে শাকিবের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। মিটিংও করেছি। শাকিব সম্মতি জানিয়ে বলেছেন, ‘আপনার প্রডাকশন থেকে যত ছবি হবে ভালো ছবিগুলোতে আমি কাজ করব।’

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘আমার সঙ্গে শাপলা মিডিয়ার প্রাথমিক আলাপ হয়েছে। তবে এখনো চুক্তি হইনি। শিডিউল নিয়েও প্রাথমিক আলাপ হয়েছে। আগামী বছর ছবিগুলোর শুটিং শুরু হবে। বাকিটা চমক হিসেবে থাকল।’

ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রযোজক সেলিম খান। তিনি বলেছেন, ‘নায়িকা খুঁজছি। গল্পের প্রয়োজনে নায়িকা নেব। দরকার হলে কলকাতা থেকেও নিতে পারি।’


ঢাকা, অক্টোবর ০৫(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.