bdlive24

আবেগময় লেখনীতে সাহিত্যে নোবেল কাজুও ইশিগুরোর

বৃহস্পতিবার অক্টোবর ০৫, ২০১৭, ০৫:৪১ পিএম.


আবেগময় লেখনীতে সাহিত্যে নোবেল কাজুও ইশিগুরোর

বিডিলাইভ ডেস্ক: চিকিৎসা, রসায়ন ও পদার্থে নোবেল ঘোষণার পর আজ বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল কমিটি। এ বছর সাহিত্যে এ সম্মানজনক পুরস্কার জিতেছেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো (৬৩)।

জাপানি বংশোদ্ভূত এই ব্রিটিশ লেখকের জন্ম জাপানের নাগাসাকিতে ১৯৫৪ সালের ৮ নভেম্বর। ঔপন্যাসিক, চিত্রনাট্যকার এবং ছোট গল্প লেখক কাজুও-র বয়স যখন ৫ বছর তখন তার পরিবার ইংল্যান্ডে চলে আসে।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ইশিগুরোর হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তিনি ৮০ লাখ ক্রোনার পাবেন। যার বাংলাদেশী মূল্যমান প্রায় ৯০ কোটি টাকা।

ইশিগুরোকে নোবেল বিজয়ী ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি জানায়, তার অসাধারণ আবেগময় উপন্যাসগুলোর মাধ্যমে বিশ্বের সাথে যোগাযোগে তিনি আমাদের অপার্থিব অনুভূতির গভীরতম প্রকাশ ঘটিয়েছেন।

এর আগে ১৯৮৯ সালে 'দ্য রিমেইনস অব দ্য ডে' উপন্যাসের জন্য তিনি 'ম্যান বুকার' পুরস্কার পেয়েছিলেন।


ঢাকা, অক্টোবর ০৫(বিডিলাইভ২৪)// কে এইচ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.