bdlive24

চট্টগ্রামে দুই ভাইয়ের গলিত লাশ উদ্ধার

বৃহস্পতিবার অক্টোবর ০৫, ২০১৭, ০৭:০২ পিএম.


চট্টগ্রামে দুই ভাইয়ের গলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো: নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বন্ধ থাকা একটি কারখানার ভেতর থেকে দুটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ন্যাশনাল আয়রন ফ্যাক্টরি নামের কারখানার ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন, রাশেদ (২৭) ও খোকন (২৫)। জানা যায়, তারা আপন চাচাতো ভাই ছিলেন। কালুরঘাট বিসিক শিল্প এলাকা সংলগ্ন চান্দগাঁওয়ের হামিদচর এলাকায় তাদের বাড়ী। দুজনই শিল্প এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে দুই ভাই নিখোঁজ ছিল। পরিবার বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। সর্বশেষ স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, ন্যাশনাল আয়রন ফ্যাক্টরির ভেতরে একটি গাছের নিচে প্রায় গলিত অবস্থায় দুটি লাশ পাওয়া গেছে। ফ্যাক্টরিটি অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। তারা সেখানে কেন গেল, সেটা এখনো জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ঢাকা, অক্টোবর ০৫(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.