bdlive24

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে মধ্য আমেরিকায় নিহত ২০

শুক্রবার অক্টোবর ০৬, ২০১৭, ১০:২৮ এএম.


ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে মধ্য আমেরিকায় নিহত ২০

বিডিলাইভ ডেস্ক: মধ্য আমেরিকার তিন দেশ কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন।

এসব দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘূর্ণঝড়ের কারণে সৃষ্টি হওয়া অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা শুরু হয়েছে। এতে ভেঙে গেছে সেতু, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট।

ন্যাটের আঘাতে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কোস্টারিকায় প্রায় ৪ লাখ বাসিন্দা বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। সেখানে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নিকারাগুয়ায় ১১ জন ও হন্ডুরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। 


ঢাকা, অক্টোবর ০৬(বিডিলাইভ২৪)// এস আর
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.