bdlive24

নকিয়ার প্রথম ফোন যেটিতে থাকছে দুইটি ডিসপ্লে

রবিবার অক্টোবর ০৮, ২০১৭, ১২:০২ পিএম.


নকিয়ার প্রথম ফোন যেটিতে থাকছে দুইটি ডিসপ্লে

বিডিলাইভ রিপোর্ট: দুই ডিসপ্লের একটি নতুন ফোন আনতে কাজ করছে নকিয়া। এই ফোনটির মডেল নকিয়া এজ স্পেশাল এডিশন। এই ফোনটিতে ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

নকিয়ার এজ এই পর্যন্ত বেশ কয়েকটি ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে। এগুলো হলো-নকিয়া এজ, এজ প্রো, এজ প্রিমিয়াম এবং এজ মিনি। এবার নকিয়া এজের স্পেশাল এডিশন আসছে। এটি নকিয়ার প্রথম ফোন যেটিতে দুইটি ডিসপ্লে থাকছে।

ছবির জন্য এই ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে পিওরভিউ ক্যামেরা ব্যবহার রয়েছে। সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।

লিমিটেড এডিশনের ফোনটিতে ডুয়েল সুপার অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে থাকছে। প্রধান ডিসপ্লে থাকছে ফ্রন্টে। যার আয়তন ৫.৫ ইঞ্চি। সেকেন্ডারি ডিসপ্লে রিয়ারে। এটি ৩.০ ইঞ্চির। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপসেট থাকছে। এতে অক্টোকোর সিপিইউ এবং অ্যাড্রিনো ৫৫০ জিপিইউ থাকছে।

ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৪.০ ফার্স্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি।

ফোনটি প্রত্যাশিত মূল্য ৮০০ ডলার।


ঢাকা, অক্টোবর ০৮(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.